Make Your Dining Room Look Attractive

Blog » Apartment Living

dining room 1024x547 1 737235
July 18, 2016 Apartment Living

A dining room holds a unique place in your apartment- it is used both to entertain formal guests for unique dining experience or to spend special occasions with your family members such as Eid day, Iftar or to gather daily for breakfast, lunch or dinner. As a result, it is imperative to decorate your dining room with a special touch to create a balance between comfort and elegance. Here are some dining room decorating ideas for your apartment.

Cover the floor

Placing a rug or area mat underneath your dining table puts your dining area as the center of the room. Make sure the fabric is durable, so that it allows the chairs to easily slide out without tearing. Moreover adding a rug to your dining room decor will infuse it with a sense of warmth and comfort, as well as increase the elegance. You can choose rugs of various style- traditional Iranian or singled colored ones for dining room decoration. Also, it will safeguard your floor tiles and chairs from friction.

Set up the dining area

The dining table itself is the point to focus most in the dining room. You need to choose a design which makes a statement. It can be trendy or ornamental in design. It can be traditional or contemporary in style. You can choose a table of any material from wood to wrought iron to steel. When shopping for dining tables, it is recommended you choose a design that is timeless. You also need to take in consideration the comfort of the furniture-such as the if the chair foam is comfortable for sitting in and the fabric choice.

Brighten up the space

Having more than one electric fixture in your dining room will not only create a stunning visual effect over the table, but also ensure that light spreads evenly throughout the room. When purchasing lighting for your dining room, choose two or three matching fixtures that can be spaced evenly over the length of the table. Nice warm light effect can change the ambience of your dining room. For special occasions such as Valentine’s Day or anniversary, try placing candleholders to create a romantic atmosphere.

Have a feature wall

Adding a feature wall can be a unique interior feature for your dining room decor. A standout creative work will bring positive energy to the space. Keeping link to the size of the room and furniture, decorate a wall accordingly; neither too lavish nor too simple. You can also incorporate pictures of family tour or special occasions to reminiscence the fond memories of family togetherness.

Color it wisely

As per the room size, furniture and most importantly the window view of the room, you should select your dining room color to create the right ambience. Perfect color on the wall adds extra beauty to the room. So choose wisely. If you have no windows in your dining room area, it is better to stick to lighter colors such as cream, beige etc.

Wall cabinet in use

In your dining room it will be very helpful for you to have a wall cabinet. In one whole rack, you can place good amount of items related to your dining setting such as crockeries, tea cup sets etc. Also you can keep a small micro oven there to enjoy hot meal in a short time.

Accessorize with small things

If your dining place is a big room, you can easily decorate the area as per your own taste. You can add flower vase, corner table, light shades and so on in your dining room for further elegance. Just keep in mind, ‘don’t make it clumsy’.

It does not take much to decorate a dining room to make it functional, comfortable and elegant. So have a stylish dining area, where you can entertain your guests proudly or enjoy fine dining experience with your family.

You can visit any local furniture store for dining tables and cabinets of various style and design for your apartment dining room and create an elegant dining room.

***********************************************************************************

আপনার খাবার ঘরটি দেখতে আকর্ষণীয় করুন

অনুবাদকঃ মো: মাসুদ খান

খাবার ঘরটি এপার্টমেন্টের একটি অনন্য জায়গা জুড়ে থাকে, যা আথিতেয়তায় সাধারন অথিতিদের অনন্য অভিজ্ঞতা দিতে অথবা আপনার পরিবারের সদস্যদের সাথে বিশেষ দিনগুলোতে যেমনঃ, ঈদের দিন, ইফতারিতে বা দৈনন্দিন সকালের নাস্তা, দুপুরের খাবার বা রাতের খাবার খেতে উভয় কাজেই ব্যাবহার করা হয়। ফলে, আপনার খাবার ঘরটি অবশ্যই একটি বিশেষ স্পর্শের ছোঁয়ায় সাজানো প্রয়োজন যা আরাম ও আড়ম্বরের মধ্যে ভারসাম্য তৈরি করবে। আপনার এপার্টমেন্ট সাজানোর কিছু ধারনা এখানে দেয়া হলঃ

মেঝে ঢেকে দিনঃ

আপনার খাবার টেবিলের নিচে একটি মাদুর বা কারপেট ব্যবহার করা আপনার খাবার জায়গাটিকে ঘরের কেন্দ্রে পরিনত করে। কার্পেটটি টেকসই কিনা প্রথমে তা নিশ্চিত হন, যাতে কোন রকম ছেড়া ছাড়াই চেয়ারগুলো নাড়াচাড়া করা যায়। এছাড়াও আপনার খাবার ঘর সাঁজাতে একটি কার্পেট সংযোজন আরাম ও উষ্ণতার সংমিশ্রন হবে, সেই সাথে আভিজাত্যও বাড়বে। আপনি খাবার ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরণের কার্পেট পছন্দ করতে পারেন- ইরানি ঐতিহ্যগত বা এক রঙের। এছাড়া এটি আপনার টাইলস এবং চেয়ারের ঘর্ষণ থেকে রক্ষা করবে।

খাবার জায়গাটি মহীয়ান করুনঃ

খাবারের টেবিলটি অধিকাংশ জায়গা জুড়ে খাবার ঘরের কেন্দ্র বিন্দুতে থাকে। আপনাকে এমন একটি নকশা পছন্দ করতে হবে যা এটার একটি বিবৃতি তৈরি করে। এটা হালের ফ্যাশানগত বা অলঙ্কার সমৃদ্ধ নকশার হতে পারে। এটা ঐতিহ্যগত অথবা সমকালীন ধরনের হতে পারে। আপনি যেকোন উপাদানের টেবিল পছন্দ করতে পারেন যেমনঃ কাঠের, পেটা লোহার বা স্টিলের। খাবার টেবিল ক্রয় করার সময়ে একটি নিরন্তর নকশা পছন্দ করতে হবে। এছাড়াও আপনাকে আসবাবপত্রের আরামের কথা চিন্তা করতে হবে যেমনঃ চেয়ারে বসার জন্য ফোমটি আরামদায়ক হয়েছে কিনা এবং কাপড়টি পছন্দমত হয়েছে কিনা ইত্যাদি।

জায়গাটি উজ্জ্বল করুনঃ

আপনার খাবার ঘরে একাধিক বৈদ্যুতিক বাতি শুধু টেবিলের উপর একটি অত্যাশ্চর্য দৃষ্টি নান্দনিক ছাপ তৈরি করবে না, বরং ঘর জুড়ে সমান আলোর বিন্যাস ছরিয়ে পড়া নিশ্চিত করবে। আপনার খাবার ঘরের জন্য আলোক বাতি কেনার সময় দুই বা তিনটি মিল যুক্ত আলোক বাতি পছন্দ করুন যাতে সেগুলো টেবিলের দৈর্ঘ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। সুন্দর উষ্ণ আলোক রশ্মি আপনার ঘরের পরিবেশ বদলাতে পারে। বিশেষ দিনগুলোতে যেমনঃ ভালবাসা দিবস অথবা বিবাহ বার্ষিকীতে রোমান্টিক পরিবেশ তৈরি করতে আপনি মোম ব্যাবহার করতে পারেন।

একটি ফিচার ওয়াল তৈরি করুনঃ

একটি ফিচার ওয়াল সংযোজন, হতে পারে আপনার খাবার ঘরের সাজসজ্জার জন্য একটি অনন্য অভ্যন্তরীণ বৈশিষ্ট্য। একটি লক্ষণীয় সৃজনশীল কাজ জায়গাটিতে ইতিবাচক শক্তি যোগাবে। ঘরের আয়তন এবং আসবাবপত্রের সাথে সম্পর্ক রেখে, একদম সাধারণও না আবার অতিরিক্ত বিলাশবহুলও না  দেয়ালটি এমন ভাবে সাজান। পারিবারিক ভাবে একত্রিত হওয়ার আনন্দদায়ক মুহূর্তগুলোর স্মৃতিচারন করতে আপনি দেয়ালে সংযোজন করতে পারেন পারিবারিক ভ্রমন অথবা বিশেষ অনুষ্ঠানের ছবি।

বিজ্ঞতার সঙ্গে রঙ করুনঃ

রুমের আয়তন, আসবাবপত্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রুম থেকে জানালার দৃশ্য বিবেচনা করে,  সঠিক পরিবেশ সৃষ্টি করতে আপনার খাবার ঘরের রঙ নির্বাচন করতে পারেন। দেয়ালের উপযুক্ত রঙ ঘরে অতিরিক্ত সৌন্দর্য যোগ করে। তাই বিজ্ঞতার সঙ্গে পছন্দ করুন। আপনার খাবার ঘরে যদি কোন জানালা না থাকে তাহলে হালকা রঙ যেমনঃ ক্রিম, ধূসর বা হালকা রঙ  ঠিক করাই ভাল।

ওয়াল কেবিনেট ব্যবহার করুনঃ

আপনার খাবার ঘরে একটি ওয়াল কেবিনেট আপনার জন্য খুবই সহায়ক হবে। মাত্র একটি সেলফে, খাবার ঘরের সাথে সম্পৃক্ত এমন অসংখ্য জিনিস রাখতে পারেন যেমন, কাঁচের পাত্র, চায়ের কাপ সেট ইত্যাদি। স্বল্প সময়ে গরম খাবার খাওয়ার জন্য একটি মাইক্রো ওভেনও রাখতে পারেন।

ছোট জিনিসের উপকরনঃ

আপনার খাবারের জায়গাটি যদি অনেক বড় হয়, আপনি আপনার রুচি অনুযায়ী সেটিকে সাঁজাতে পারেন। আপনি যোগ করতে পারেন ফুলদানি, কোনার টেবিল, বিভিন্ন রকমের বাতি ইত্যাদি এবং জায়গাটিকে আরও আভিজাত্য দেখানোর জন্য জিনিসপত্র।

আপনার খাবার ঘরটিকে সাজিয়ে কার্যকর, আরামদায়ক এবং আভিজাত্য করতে অতিরিক্ত সাজানোর প্রয়োজন নেই। আপনি যাতে অতিথিদের গর্বের সাথে খায়াতে পারেন অথবা আপানার পরিবারের সাথে  খাওয়ার সময় একটি চমৎকার অভিজ্ঞতা উপভোগ করতে পারেন তাই খাবার ঘরটিকে আড়ম্বরপূর্ণ করুন। শুধু মনে রাখবেন, যেন উদ্ভট কিছু না হয়।

আপনি আপনার অ্যাপার্টমেন্টের খাবার ঘরের জন্য বিভিন্ন শৈলী এবং নকশার খাবারের টেবিল  ও কেবিনেট ক্রয়ের জন্য কোন স্থানীয় আসবাবপত্র দোকানে যেতে পারেন এবং একটি অভিজাত ডাইনিং রুম তৈরি করতে পারেন।

Save

16604