Why it’s Important to be Involved in Apartment Community

Blog » Apartment Living

why get involved in apartment community 955859
December 19, 2016 Apartment Living

alt=”Apartment Community” width=”720″ height=”443″ />

Congratulations on becoming a first time homeowner! Now that you own your place, you also have some responsibility to maintain it as best as possible. So why not make a proactive effort and take part in activities that enhance your community and makes apartment living even more enjoyable? Here are few pointers on the importance of being involved in apartment community:

Help make the apartment community better

You can make a difference in a multitude of ways by getting involved. Be involved in something that you have a passion for or meaningful. For instance you artistic, you may get involved in how to increase aesthetics of the apartment with landscaping ideas and so on or if you care about nature then get involved with enhancing greenery in the apartment complex.

Better up-keeping of apartment complex

By staying involved with the community, you can manage your property better. For instance, if there is a broken window, or some security issue, take charge by holding a meeting, gathering common fund and fix what needs to done. This way your property value will increase and you will get higher ROI if you use the property as a rental property.

Live harmoniously

When you are living in an apartment complex, it is given that you live in a community of people you often run into each other and since your neighbors are the ones living closest to you it helps if you have a peaceful bonding with them so you enjoy living harmoniously in the apartment complex. You can form meaningful relationships by hosting events on special occasion on rooftop or community hall for events such as Pohela Boishakh, Eid, New Year etc; even the kids are sure to enjoy such lively atmosphere.

Give back to the community

When you actively participate in making your apartment complex better by partaking in community activities, such as keeping the property clean as well as surrounding neighborhood, you not only give back to the community but also gain a sense of accomplishment by doing something good for the betterment of everyone. You can dedicate a weekend where you gather everyone living in the apartment for cleaning activities to keep the property and surrounding neighborhood clean.

Safeguarding your property

Buying an apartment is undoubtedly a big investment in your life and now that you are a homeowner, one of your core responsibilities is to safeguard it from outside threats or internal problems manifesting. By being an active member in the community you can monitor what rules and policies need to be maintained for better security and what needs to be changed. Voice your opinion with others and take charge to create a secure environment in your home.

At the end of the day, remember it is your home and your responsibility, so get active and help make the apartment community better. This way you can live harmoniously and peacefully in your own abode with your neighbors.

********************************************************************

কেন একজন বাড়ির মালিকের এপার্টমেন্ট কমিউনিটর সাথে যুক্ত হওয়া জরুরী?

লেখক: তাসনিয়া তাজিন                                              অনুবাদক: আহমেদ নাজিয়া

প্রথম বারের মতো নিজের একটি বাড়ির মালিক হবার জন্য আপনাকে শুভেচ্ছা। এখন আপনি একটি বাড়ির মালিক তবে বাড়ির সঠিক রক্ষণাবেক্ষণের জন্যে আপনার এখন অনেক দায়িত্বও আছে। তাইলে এক্ষুনি বাড়ি রক্ষনাবেক্ষনের জন্য কমিউনিটির সাথে যুক্ত হোন এবং নিজের এপার্টমেন্টে থাকার মুহূর্তগুলোকে উপভোগ করুন।

কমিউনিটির সাথে যুক্ত হবার কিছু গুরুত্বপূর্ণ কারন নিয়ে আজ আমরা আলোচনা করবোঃ

পরস্পরের সহযোগীতা এপার্টমেন্ট কমিউনিটির জন্য সহায়ক

নিজে সংযুক্ত হয়ে নানা ভাবে এটাকে বদলাবার চেষ্টা করুন। এমন কিছুর সাথে নিজেকে জড়িয়ে ফেলুন যেখানে বা যে বিষয়ে নিজের ইচ্ছা এবং আগ্রহ আছে। যদি আপনি আর্টিস্ট হয়ে থাকেন তাহলে এপার্টমেন্টের ডেকোরেশন, ল্যান্ড স্কেপিং ধারনা দিতে পারেন আর যদি সবুজ প্রকৃতি সম্পর্কে ভালো ধারনা থাকে তাহলে এপার্টমেন্টের আশেপাশে গাছপালা লাগিয়ে কিভাবে সবুজের ছাপ বাড়ানো যায় সেই ব্যাপারে দায়িত্বও নিতে পারেন।

এপার্টমেন্ট দেখাশোনার দায়িত্ব কমিউনিটির

কমিউনিটির সাথে থেকে আপনি আপনার প্রোপার্টি খুব ভালোভাবে ম্যানেজ করতে পারবেন। যেমন যদি কোথাও কোন ভাংগা জানালা থাকে অথবা সিকিউরিটি ইস্যু থেকে থাকে তবে আপনি দায়িত্ব নিয়ে মিটিং ডেকে, ফান্ডের মাধ্যমে টাকা আদায় করে মেরামত করে ফেলতে পারেন। সেক্ষেত্রে এভাবে আপনার প্রোপার্টি ভ্যালু বেড়ে যাবে এবং আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট এর রেট ও বেশি পাবেন।

বন্ধুত্বপূর্ণভাবে বাঁচুন

আপনি এপার্টমেন্টে থাকেন এবং কমিউনিটিতে আপনার আশে পাশে আরো অনেক লোক বাস করে।প্রতিবেশীরাই যেহেতু আপনার সবচেয়ে কাছে বাস করে সেক্ষেত্রে তাদের সাথে বন্ধুত্ব্ব করে জীবনকে বসবাসের উপযোগী এবং আনন্দদায়ক করা উচিৎ। বিভিন্ন বিশেষ দিবসে আপনি নিজে উদ্দ্যোগ নিয়ে নানা ধরনের অনুষ্ঠানের যেমন পহেলা বৈশাখ,ঈদ,নিউ ইয়ার,ইত্যাদি আয়োজন করতে পারেন। এমনকি বাচ্চারাও এমন পরিবেশ পছন্দ করে থাকে।

কমিউনিটিকে কিছু দেওয়া

আপনি কমিউনিটিতে অংশগ্রহন করে বিভিন্ন কাজ যেমন নিজের বাসা সহ প্রতিবেশীদের বাড়ির আশ পাশ পরিষ্কার রাখার কাজ অথবা এপার্টমেন্ট কে সুন্দর করার কাজে নিজেকে যুক্ত করার মাধ্যমে সবার জন্য কিছু করার সুযোগ পাবেন। সপ্তাহের যেকোন একটি ছুটির দিনে নিজে সবাইকে নিয়ে এপার্টমেন্টের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজও হাতে নিতে পারেন।

প্রোপার্টির নিরাপত্তা নিশ্চিত করা

নিঃসন্দেহে এপার্টমেন্ট কেনা আপনার জীবনের সব চাইতে বড় বিনিয়োগ এবং বাড়ির মালিক হবার ফলে বাড়ির নিরাপত্তা নিশ্চিত করাও এখন আপনার দায়িত্ব। কমিউনিটির সদস্য হলে সবার সাথে মিলে দেখাশোনা সহ বাড়ির নিরাপত্তার জন্য যে নিয়ম কানুনগুলো মেনে চলা উচিৎ সেগুলো জানতে পারছেন।সবার সাথে নিজের গলা মেলান এবং নিজের মতামতও সবাইকে জানান।

দিন শেষে আপনিই আপনার বাড়ির মালিক তাই আপনাকেই দায়িত্ব নিতে হবে এবং কি কি করলে এপার্টমেন্টকে বসবাসের উপযোগী করা যায় তা আপনাকেই ভাবতে হবে। এভাবে প্রতিবেশীদের নিয়ে সুখ এবং শান্তির জীবন যাপন করতে সক্ষম হবেন।

16604